English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৭:২৬

মৌলভীবাজারে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ যুদ্ধাপরাধী আটক

রনি
মৌলভীবাজারে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ যুদ্ধাপরাধী আটক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ২ যুদ্ধাপরাধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: বড়লেখা পৌর শহরের পাখিয়ালা গ্রামের সাবেক ব্যাংকার আব্দুল আজিজ হাবুল ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল মান্নান মনাই মিয়া। 

জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বড়লেখা উপজেলায় মানবতাবিরোধী অপরাধ মূলক কর্মকাণ্ড ও স্বাধীনতার বিরোধীতা করার অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করলে আজ পুলিশ তাদের অাটক করে।