English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৪:৫৯

হবিগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে শিশু মাহাদি (৮) হত্যার দায়ে আব্দুর রশিদ (৩৫) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মাফরুজা ফারবিন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। আব্দুর রশিদ জেলার বানিয়াচং উপজেলার চিকর মহল্লা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় দুইজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। তারা হলেন— একই এলাকার সিরাজুল ও সালেহ আহমেদ।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক জানান, ২০০৭ সালের ১০ অক্টোবর একটি মোবাইল ফোনের জন্য খুন করা হয় মাহাদিকে। পরে তার লাশ একটি ধানক্ষেতে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় পরদিন নিহতের মা স্বপ্না বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে দোষ প্রমাণ হওয়ায় আদালত একজনের মৃত্যুদণ্ডাদেশ দেন। এবং নির্দোষ প্রমাণ হওয়ায় বাকি দু’জনকে বেকসুর খালাস প্রদান করেন।