English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১২:২০

রাজধানীতে ৭০ হাজার ইয়াবার জব্দ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ৭০ হাজার ইয়াবার জব্দ
রাজধানীতে ৭০ হাজার ইয়াবার একটি চালান জব্দ করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দশজনকে।
 
ঢাকা মহানগর পুলিশে উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, সোমবার রাতে দারুস সালাম এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ ওই দশজনকে আটক করা হয়।
 
এই ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত দুটি গাড়ি গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে মারুফ হোসেন জানান। তবে আটক বাকিদের নাম-পরিচয় বা ওই চালান কোথা থেকে আনা হয়েছে- সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
 
দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।