English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৫৬
কিবরিয়া হত্যার মামলায়

হারিছসহ পলাতক ১০ জনের সম্পতি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
হারিছসহ পলাতক ১০ জনের সম্পতি ক্রোকের নির্দেশ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরসহ পলাতক ১০ জনের মালামাল ক্রোকের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালত এ আদেশ দেন। এসময় কারাগারে থাকা ১১ জন এবং জামিনে থাকা ৬ জন আদালতে উপস্থিত ছিলেন। ৩১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে মুফতি আব্দুল হান্নান, মিজানুর রহমান, আবু ইউসুফ, বদরুল আলম, হাফেজ সৈয়দ নাইম, মাওলানা শেখ ফরিদ, আব্দুল মাজেদ, মুফতি মঈন উদ্দিন শেখ, শরিফ সাহেদুল আলম, শেখ মাওলানা সালাহ উদ্দিন ও মহিবুল্লাহকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
 
আর উচ্চ আদালত থেকে জামিনে থাকা ৮ জনের মধ্যে বিএনপিকর্মী জয়নাল আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন, মো. তাজুল ইসলাম, মো. শাহেদ আলী ও মো. সেলিম আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে সময় নিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম ও আয়াত আলী।
 
তবে এসময় উক্ত মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী। আসামিপক্ষে ছিলেন- জেলা বারের সভাপতি সালেহ উদ্দিন আহমেদ।
 
উক্ত মামলায় পলাতক রয়েছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মাওলানা তাজ উদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাইসহ ১০ জন।