English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৪

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন মাদ্রাসাশিক্ষকের শাস্তি

উজ্জ¦ল রায় নড়াইল প্রতিনিধি
পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন মাদ্রাসাশিক্ষকের শাস্তি

 

চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে  নড়াইলের শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা কেন্দ্রের তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের অব্যাহতি দেয়া হয়। এরা হলেন-নড়াইল সদর উপজেলার বিবিএস দাখিল মাদরাসার শিক্ষক আলমগীর হোসেন, সিমানন্দপুর ইসলামাবাদ দাখিল মাদরাসা শিক্ষক ফিরোজ কবির এবং আফরা দাখিল মাদরাসার শিক্ষক আতিকুর রহমান। এছাড়া ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, নড়াইলের শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে বহুনির্বাচনি পরীক্ষায় কোড পরিবর্তন করে একই কোড নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়ায় তিন শিক্ষকের বিরুদ্ধে এ বছর দাখিল পরীক্ষা কেন্দ্রের সকল দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।