English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৪৬

নড়াইলে বাসমালিক সমিতির সভাপতিকে কুপিয়ে হত্যার চেস্টা

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে বাসমালিক সমিতির সভাপতিকে কুপিয়ে হত্যার চেস্টা

 

 নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ আলমঙ্গীর হোসেন সরদার আলমকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেস্ট। হত্যা চেস্টাকারির বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আলম পক্ষীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার জুম্মার নামায পর।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ আলমঙ্গীর হোসেন সরদার আলম নিজ গ্রাম ভওয়াখালির উত্তরপাড়া জামেমসজিদ থেকে জুম্মার নামায পড়ে বের হলে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশি সলেমান সরদারের ছেলে সেলিম সরদার তার দু’জন সঙ্গী ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। তারা এলোপাতাড়িভাবে তাকে কোপালে তা লক্ষভ্রষ্ট হয়। এতে আলম সামান্য আহত হয়।

পরে আলমের লোকজন সেলিমদের বাড়ি গিয়ে প্রথমে ভাংচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রন করে বলে জানা গেছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সুবাস চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতার স্বীকার করে বলেছেন, বিভিন্ন আসবাবপত্র ভাংচুর হলেও অগ্নিসংযোগে তেমন কোন ক্ষতি সাধন হয়নি। কি কারনে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।