English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৮

পুরোহিত হত্যার সন্দেহে তিন জেএমবি'র রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
পুরোহিত হত্যার সন্দেহে তিন জেএমবি'র রিমান্ড
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক তিন জেএমবি নেতাকে দুই মামলায় ১৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
 
শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন এই আদেশ দেন।
 
আসামিরা হলেন- আলমগীর হোসেন (৩৫), হারেজ আলী (৩২) ও রমজান আলী (২২)।
 
রাষ্ট্রপক্ষের পিপি আমিনুর রহমান বলেন, তিন আসামির ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে হত্যা মামলায় ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় ১০ দিনের জন্য আবেদন করে। তবে আদালত হত্যা মামলায় ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৮ দিনের রিমান্ড দেন।
 
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুলি ও বোমার বিস্ফোরণে আহত হন আরো দুইজন।