English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৭

নড়াইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
নড়াইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

 

নড়াইলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আর এ লাশ উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম আহাদুল (১৮)। সে জেলার পুলিশ লাইন এলাকার বাসিন্দা রং মিস্ত্রি হেদায়েত এর ছেলে।

এদিকে বৃহস্পতিবার মৃত যুবকের স্বজনরা বিচারের দাবিতে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বিক্ষোভ মিছিল করে। নিহতের মামা আব্দুল্লাহ জানায়, তার ভাগ্নের সাথে একই এলাকার নুর ইসলাম এর ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে তন্বীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে তারা বিভিন্ন স্থানে দেখা সাক্ষাৎ করতো। বুধবার গভীর রাতে প্রেমিকার ডাকে সাড়া দিতে আহাদুল তন্নীর বাড়ির সামনে গেলে তার স্বজনেরা তাকে হত্যা করে তার লাশ পাশের একটি বাগানে ঝুলিয়ে রাখে।

পরবর্তীতে তন্নীর মা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য নাটকীয় কায়দায় এলাকাবাসীকে ডেকে তোলে। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহাদুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। উল্লেখ্য যে, লাশের গলায় তার প্রেমিকা তন্নীর ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। মেয়ের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন মহলে ধরনা দেওয়া হচ্ছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোন হত্যা মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। নিহতের বাবা হেদায়েত জানান, হত্যাকারীরা ষড়যন্ত্র করে আমার ছেলেকে হত্যা করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন।