English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৮

ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক বিরুদ্ধে দুদকের মামলা

দুই ব্যাংকের হিসাব নাম্বারে সোয়া ১৪ কোটি টাকা অবৈধ লেনদেন করেছেন ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক এন আর এম বোরহান উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অবৈধভাবে এ বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অর্থপাচার ও অবৈধ লেনদেনের অভিযোগে এন আর এম বোরহান উদ্দিনকে আসামি করে আজ বৃহস্পতিবার দুপুরে একটি মামলা (নং-২৯) দায়ের করেছে দুদক। রাজধানী মতিঝিল মডেল থানায় দুদক উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে, বোরহান উদ্দিন তার নিজ ও  স্ত্রী সুস্মিতা উদ্দীনের নামে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক লিমিটেডে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ১৪ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ২২৮ টাকা নগদে, চেকে ও ট্রান্সফারের মাধ্যমে জমা ও লেনদেন করেছেন। যার কোনো বৈধ উৎস না পাওয়ায় দুদকের অনুসন্ধানে তা অবৈধ লেনদেন এবং অবৈধভাবে অর্জিত আয় হিসেবে প্রমাণিত হয়েছে। তাই তাকে আসামি করে একটি মামলা দায়ের করে দুদক।