English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৫

চার শিশু হত্যার আরেক আসামি জবানবন্দি দেন

নিজস্ব প্রতিবেদক
চার শিশু হত্যার আরেক আসামি জবানবন্দি দেন
হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যার ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
বুধবার বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের খাস কামরায় আসামি হাবিবুর রহমান আরজুর জবানবন্দি রেকর্ড করা হয়।
 
এর আগে বেলা ২টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে আনা হয়। সোমবার তাকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। এর আগে গত শুক্রবার মামলার আসামি রুবেল মিয়া ও রবিবার তার ভাই জুয়েল মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল আলী ১০ দিনের ও বশির মিয়া ৫ দিনের রিমান্ডে রয়েছে।
 
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে ৪ শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশে একটি ছড়ায় মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।