English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৬

বগুড়াতে ১৪৯ নেতা-কর্মীকে বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
বগুড়াতে ১৪৯ নেতা-কর্মীকে বিরুদ্ধে চার্জশিট

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বগুড়ার গাবতলী থানায় হামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।  অভিযোগপত্রে বিএনপি-জামায়াতের ১৪৯ জন নেতা-কর্মীকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাদের মধ্যে গাবতলী উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, পৌর মেয়ার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনও রয়েছেন।

আজ বুধবার বগুড়ার আদালত পরিদর্শক শাহজাহান আলী জানান, নির্বাচনের দিন সকালে অভিযুক্তরা থানায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ওই হামলায় পুলিশের তিন সদস্য আহত হন।

ঘটনা তদন্ত শেষে ২০ ফেব্রুয়ারি থানা পুলিশের উপপরিদর্শক আবু জাররা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার পরবর্তী ধার্য্য তারিখে তা উপস্থাপন করা হবে।