একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে সাম্প্রদায়িক আক্রমণ এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিঠুন কুমার নামক এক ব্লগার। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানায় গিয়ে জিডি করেন। সাধারণ ডায়েরি নং -১৫২০।

সাধারণ ডায়েরী থেকে জানা যায়, যুদ্ধাপরাধী দেলওয়ার হোসেন সাঈদী ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মিঠুন মজুমদারের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বেসরকারী চ্যানেল গাজী টিভির সাংবাদিক জাওয়াদ তাকে হুমকি দেন বলে অভিযোগ করেছেন মিঠুন। জাওয়াদ তাঁর পূর্ব পরিচিত উল্লেখ করে জিডিতে মিঠুন লিখেছেন এমন হুমকি পেয়ে তিনি আতংকিত। মিঠুন কুমার ইস্টিশন ব্লগে লেখালেখি করেন। তিনি ঢাকা কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
মিঠুন মজুমদার ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার তার ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন যেখানে বলা হয়, "ফাল্গুনী পূর্ণিমা খুব ভয়ংকর। এই পূর্ণিমার চাঁদেই সাঈদী সাপের মুখ দেখা যায়। সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙা হয়। কিন্তু কোন বিচার হয়না।"

স্ট্যটাসের প্রায় সাড়ে তিন ঘন্টা পর জাওয়াদ হোসেন নির্ঝর রোমান হরফ দিয়ে বাংলায় মন্তব্য করে লিখেন "তোদের মতো টিপিক্যাল সংখ্যালঘুরা এই দেশে ঝামেলা গুলা ক্রিয়েট করস"।
এরপর মিঠুন সাম্প্রদায়িক হামলার কয়েকটি উদাহরণ তুলে ধরলে জাওয়াদ মিঠুনকে উদ্দেশ্য করে লিখেন, "তোদের মতো ২/৪ টা ফালতু হিন্দু পিটাইলে সংখ্যালঘু নির্যাতন হয়না।"
এরপর করা তার পুরো সবগুলো মন্তব্য জুড়েই ছিল কুৎসিত গালাগাল এবং দেখে নেয়ার হুমকি। সংখ্যালঘু হামলা বিষয়ক স্ট্যাটাস দেয়া বন্ধ না করলে মিঠুনকে ডিবি দিয়ে (গোয়েন্দা পুলিশ) ধরিয়ে শায়েস্তা করার কথাও বলেন জাওয়াদ। তিনি মিঠুনকে মারলে কেউ ঠেকাতে আসারও সাহস পাবে না বলে লিখেন এই সাংবাদিক।
দেশের সাম্প্রতিক ব্লগার হত্যার কথা উল্লেখ্য করেও জাওয়াদ মন্তব্য করে লিখেছেন, “বাংলাদেশে যতগুলো মুক্তমনা মার্ডার হইছে তারা সবাই কিন্তু ভার্চুয়াল দুনিয়াতে ইসলাম নিয়া ব্যাঙ্গ করছে বইলা”।
বাঙালী (মুসলিম বাঙালী) না চাইলে এদেশে কোন হিন্দু থাকতে পারবে না বলেও নিজের মন্তব্যে উল্লেখ করেন এই সাংবাদিক।

মিঠুন মজুমদার বলেন, "এই সাংবাদিক আমার পূর্ব পরিচিত। আমাদের গ্রামের বাড়িও একই এলাকায় হওয়ায় তার হুমকি আমি সাধারণভাবে নিতে পারছিনা। আমি আতংকিতবোধ করছি, জিডি প্রত্যাহার করে নেয়ারও চাপ আসছে"।
হুমকির বিষয়ে জাওয়াদ হোসেন নির্ঝরেকে যোগাযোগ করা হলে তিনি অকথ্য ভাষা ব্যবহার করে বলেন, "হুমকি দিলে তোদের কি, আমি জাতীয় মিডিয়ার সাংবাদিক, আমার সাথে পুলিশ আছে"। শাহবাগ থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা মিঠুন মজুমদারের জিডির খবরটি বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে তদন্ত করা হবে।
তথ্যসূত্র: সিলেট টুডে টোয়েন্টিফোর ডট কম