English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৯

শ্মশানের জমি উদ্ধারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
শ্মশানের জমি উদ্ধারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

 

নড়াইল শহরের পৌরসভার হেলিপ্যাড এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের শ্বশানের জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার এবং জালিয়াতির মাধ্যমে দখলকৃত দীঘি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে আদিবাসী সম্প্রদায়।

মঙ্গলবার দুপুরে শহরের রূপগঞ্জ এলাকা থেকে মিছিলটি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। এরপর মিছিলকারীরা নড়াইল রূপগঞ্জে সমাবেশ করেন এবং ভূমিদুস্যদের কুশপুত্তলিকা দাহ করেন। এসময় বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবীব তুফান, কুড়িগ্রাম মহাশশ্মান কালী মন্দির কমিটির সহ-সভাপতি কার্ত্তিক সরদার, আদিবাসী কমিটির সাধারন সম্পাদক নদের চাঁদ বিশ্বাস প্রমূখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম মহাশশ্মান কালী মন্দিরের ৪ একর ৬৭ শতক জমি হলেও এলাকার প্রভাবশালীরা ভোগ দখল করে আসছিল। এছাড়া জালজালিয়াতির মাধ্যমে আদিবাসীদের দীঘিটি দখল করে সেখানে বালু ভরাট করে ভূমিদস্যুরা বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম মহাশশ্মান ও কালী মন্দিরের জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।