English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৪

'আইএসের দায় স্বীকার ভিত্তিহীন': মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
'আইএসের দায় স্বীকার ভিত্তিহীন': মনিরুল ইসলাম
ফাইল ছবি

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যায় ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ যগেশ্বর রায়কে (৫০) রবিবার সকালে গলা কেটে হত্যা করে তিন দুর্বৃত্ত। এ ঘটনায় রবিবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় দেবীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। নিহত পুরোহিত যগেশ্বর রায়ের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর মামলাটি করেছে পুলিশ। পুরোহিত হত্যাকাণ্ডের দায়িত্ব আইএস স্বীকার করেছে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির ওয়েবসাইটে রবিবার রাতে দায় স্বীকারের এই বার্তা দেওয়া হয়। সেই সংবাদের প্রেক্ষিতে আজ পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, পঞ্চগড়ে পুরোহিত হত্যায় আইএসের দায় স্বীকারের বিষয়টি ভিত্তিহীন।