English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৫

শাকিলাকে জামিন দেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
 শাকিলাকে জামিন দেন হাইকোর্ট

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে কোটি টাকা অর্থায়নের অভিযোগে কারাগারে আছেন ব্যারিস্টার শাকিলা। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।