English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৮

বিচারপতি মানিকের বক্তব্য প্রচার বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক
বিচারপতি মানিকের বক্তব্য প্রচার বন্ধে রিট
অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ‘বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্নকারী’ বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
 
সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী এস এম জুলফিকার আলীর এ আবেদন করেন। তার পক্ষে আবেদনটি জমা দেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
 
আবেদনে, বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এমন বিবৃতি সব গণমাধ্যমে প্রচার করা থেকে বিরত রাখতে তথ্য সচিবকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে। রিট আবেদনে তথ্য সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
 
জুলফিকার আলী সাংবাদিকদের বলেছেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিভিন্ন মিডিয়ায় এবং টক শো তে বিচার বিভাগ এবং প্রধান বিচারপতিকে নিয়ে বিভিন্ন আপত্তিকর, কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দিচ্ছেন বলে তা প্রকাশ বন্ধে এ রিট আবেদন করেছেন তিনি। জনমনে বিভ্রান্তি এড়াতে জাতীয় সসম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচার বন্ধ চেয়েছেন তিনি।