English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০৮

কুমিল্লায় সাত হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সাত হাজার ইয়াবা জব্দ

এক ট্রাক থেকে সাত হাজার পিস ইয়াবা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময়ে জসিম উদ্দিন (২২) নামের এক ট্রাক হেলপারকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক হেলপার জসিম উদ্দিন বান্দারবানের লামা উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার শেওড়াতলীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাককে আটক করা চেষ্টা করা হয়। এসময় চালক ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে। এসময় ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার জসিম উদ্দিনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, পরে পুলিশ তল্লাশী চালিয়ে ট্রাকের পেছনের দিকে লোহার চেসিসের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ঢাকা নেয়া হচ্ছিল।