English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৪

শিশু সাদ্দামকে পেটানোর অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
শিশু সাদ্দামকে পেটানোর অভিযোগে মামলা

ময়মনসিংহে এক ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে সাদ্দাম নামে দশ বছরের শিশুকে বেধড়ক পিটিয়েছেন ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুলিশের উপদেষ্টা সফির উদ্দিন সরু। গত বুধবার দুপুরের পাটগুদাম এলাকায়  এ ঘটনা ঘটে।

শিশু নির্যাতনের ঘটনায় সাদ্দামের মা পারভীন আকতার বাদী হয়ে নাম উল্লেখ না করে ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিওচিত্র প্রকাশের পর শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুধীসমাজের পাশাপাশি সাধারণ জনতাও তীব্র নিন্দা এবং নির্যাতনকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। শহরের কৃষ্টপুর সরকারি বস্তিতে মা পারভীন আকতারকে নিয়ে থাকে শিশু সাদ্দাম। বাবাহীন সংসারে মা কাগজ কুড়িয়ে যা পান তাতেই চলে সংসার।

সাদ্দামের মা জানান, বুধবার দুপুরের দিকে নেত্রকোনার শ্যামগঞ্জে খালার বাসায় বেড়াতে যাওয়ার পথে পাটগুদাম এলাকায় সফির উদ্দিন সরুসহ কয়েকজন তার ছেলেকে মারধর করে। এ সময় ট্রাফিক পুলিশের লাঠি দিয়েও পেটানো হয়। পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রুকন গিয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সন্ধ্যার দিকে থানায় মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন তিনি।

ছেলের বিরুদ্ধে মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ ‘ডাহা মিথ্যা’ দাবি করে তিনি বলেন, আমার ছেলে কখনও চোর হতে পারে না। আমি ছেলে নির্যাতনের বিচার চাই।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সফির উদ্দিন সরু বলেন, এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অপরাধে সাদ্দামকে আমি চড় থাপ্পড় দিয়েছি। সে পেশাদার ছিনতাইকারী। পরে তাকে থানায় পুলিশের হাতে সোপর্দ করি।

শিশু নির্যাতনের ঘটনাকে ‘ছোট ঘটনা’ হিসেবে আখ্যা দেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।