English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:০৮

ব্যাংক ডাকাতির চেষ্ঠাকালে র‌্যাবের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক ডাকাতির চেষ্ঠাকালে র‌্যাবের গুলিতে নিহত ১

 

শুক্রবার ভোর রাতে ঢাকার ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখার ছাদ কেটে ভল্টে ঢুকে ডাকাতির চেষ্ঠা নস্যাৎ করে দিয়েছে র্যাব।ধামরাই বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে এই অভিযানে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি রেজাউল করিম জানান।

সেই সাথে ওই ভবনের একটি বাসা থেকে নারী ও শিশুসহ মোট ছয়জনকে আটক করেছে র‌্যাব। বলা হচ্ছে, একই পরিবারের সদস্য পরিচয় দিয়ে তারা ওই ব্যাংকের ওপর তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। নিহত মাসুকের (৫৫) লাশ ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। 

র্যাবসূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের ওই শাখা। তার ঠিক ওপরের তলার ফ্ল্যাটটি মাস তিনেক আগে ভাড়া নিয়ে সেখানে ওঠেন মাসুক ও আটকদের মধ্যে কয়েকজন। তারা নিজেদের একই পরিবারের বলে পরিচয় দিয়ে আসছিলেন। বাসা ভাড়া নেওয়ার  সময় বলেছিলেন তারা পোশাক কর্মী।তৃতীয় তলার মেঝে, অর্থাৎ দ্বিতীয় তলায় ব্যাংকের ভল্টের ছাদ কেটে ভেতরে ঢুকে লুটের পরিকল্পনা ছিল তাদের। একজন মানুষ নামতে পারে এমন মাপের একটি গর্তও তারা তৈরি করে।

রাতেই তারা ভল্টে নামতে পারে- এই তথ্য পেয়ে রাত ৩টার দিকে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘিরে ফেলে। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাসা থেকে র‌্যাবের দিকে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি করলে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। ওই সময়ই মাসুক নিহত হয়।

এছাড়া আটক সবুজ (৫৮), শিলা (১৮), রুমানা (২৫), তার ছেলে শাকিল (৮), বাদশা মিয়া (৩৮) ও রিয়াজ উদ্দিনকে (৪৮) র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন  র‌্যাব-৪ এর এসআই সুপ্রভাত মণ্ডল।

র‌্যাব সদস্যরা পরে ভবনে ঢুকে কংক্রিট কাটার সরঞ্জামসহ বাকিদের আটক করে জানিয়ে এসআই মণ্ডল বলেন, দেড় বছর আগে গাজীপুরে একটি ব্যাংকে একইভাবে চুরির সঙ্গে জড়িত ছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।