English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৪৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রসিকিউটর আলীকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রসিকিউটর আলীকে বরখাস্ত
পেশাগত অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার গণমাধ্যমকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক।
 
সম্প্রতি প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের নির্দেশে আটক এক যুদ্ধাপরাধী এমপির জামিনের পক্ষে কাজ করার অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা থেকে প্রত্যাহার করে অফিস আদেশ জারি করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। আদেশে বলা হয়, 'জনস্বার্থে' তাকে সব মামলা থেকে প্রত্যাহার করা হলো।   রোববার তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠান চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। পরে বৃহস্পতিবার প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করে আইন মন্ত্রণালয়।