English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০২

নড়াইলে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা

নড়াইলে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা করেছে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম অহিদুর রহমান ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপরে লোহাগড়া আমলী আদালতের বিচারক হারুন অর রশিদের আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাক্ষেপে লোহাগড়া থানার ওসিকে ১৬ মার্চের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে, সম্পাদক মাহফুজ আনাম এক-এগারোর সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃত ভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এতে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত কোটি টাকার সম্মান ক্ষুণ হয়েছে।

এদিকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে করা ৭০টি বেশি  মামলার অভিযোগ প্রায় একই রকম। আর এসব মামলায় প্রায় ৮২ হাজার ৮০০ কোটিরও অধিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ‘ডেইলি স্টার’-এর সম্পাদক তাঁর পত্রিকায় মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।

৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন।

পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ‘ডেইলি স্টার’ বন্ধ করা এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।