English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩৯

জালিয়াতির অভিযোগে রাজউকের চার কর্মচারিকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
জালিয়াতির অভিযোগে রাজউকের চার কর্মচারিকে বরখাস্ত
প্লট জালিয়াতির অভিযোগে চার কর্মচারিকে বরখাস্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।  বুধবার তাদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারিরা হলেন— ফারুক, দীপক, মঞ্জু ও অলিউর।
 
এ প্রসঙ্গে রাজউকের সদস্য মো. আক্তারুজ্জামান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের কারণে চার কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার হালিমা খাতুন নামে এক প্লট প্রতারক বরাখাস্তকৃত চার কর্মচারির বিরুদ্ধে অভিযোগ করেন।
 
বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কানে পৌঁছালে মন্ত্রীর নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।