English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৩১

রাজধানীতে ৬ হুজি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ৬ হুজি সদস্য আটক

 

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশে উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকার জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন : সাজ্জাদুল আলম মুক্তি (৪৬), মেসবাহ উর রহমান প্রদীপ (৩৭), বাশার (৩৭), আশরাফ (৩৫), আজিজ ওরফে বাবু (৩৬) ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয় (৩৫)।

গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকী জানান, গ্রেপ্তারদের মধ্যে প্রদীপ কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিসের গাড়িচালক। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে মারুফ হোসেন জানান। তিনি বলেন, এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত জানাব।

গত শতকের শেষভাগে বাংলাদেশে হরকাতুল জিহাদের উগ্র সন্ত্রাসবাদী কার্যক্রমের বিস্তার ঘটার পর ২০০৫ সালে সংগঠনটিকে নিষিদ্ধ করে সরকার। গত সাত বছরে হুজি সদস্যরা দেশে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, তাতে অন্তত ১০১ জন নিহত ও ছয় শতাধিক লোক আহত হয়েছেন বলে গণমাধ্যমের খবর। এর মধ্যে অন্তত তিনটি ঘটনায় হামলার লক্ষ্যবস্তু ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েকটি মামলায় এসব ঘটনার মূল পরিকল্পনাকারী মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।