English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১৮

হবিগঞ্জে চার শিশুর বালিচাপা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে চার শিশুর বালিচাপা লাশ উদ্ধার

 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর আজ বুধবার সকালে চার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই চার শিশু গত শুক্রবার বাহুবল উপজেলার সুনন্দা গ্রাম থেকে নিখোঁজ হয়। আজ একই গ্রামের একটি হাওর থেকে ওই চার শিশুর লাশ উদ্ধার করা হলো। 

এই চার শিশু হলো- সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), দ্বিতীয় শ্রেণির জাকারিয়া শুভ (৮), চতুর্থ শ্রেণির তাজেল মিয়া (১০) এবং সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)।

গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় এই চার শিশু। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে চাচাতো ভাই বলে এলাকাবাসীর তথ্য।

অনেক খোঁজাখুঁজির পর চার শিশুর সন্ধান না পেয়ে শুক্রবার রাতে উপজেলার সব জায়গায় মাইকিংও করেছিলেন স্বজনরা। পরে শুভর বাবা ওয়াহিদ মিয়া শনিবার দুপুরে বাহুবল মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারররফ হোসেন জানান, গত শুক্রবার এই চার শিশু উপজেলার সুনন্দা গ্রাম থেকে নিখোঁজ হয়। আজ সকালের একই গ্রামের একটি হাওরে একটি শিশুর হাত ভেসে থাকতে দেখে গ্রামবাসী পুলিশের খবর দেয়। পুলিশ গিয়ে একে একে ওই চারটি শিশুর লাশ উদ্ধার করে।