English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩১

‘নকল বধু’ সাজিয়ে বাল্য বিয়ের চেষ্ঠা ব্যার্থ করে দিল প্রশাসন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
‘নকল বধু’ সাজিয়ে বাল্য বিয়ের চেষ্ঠা ব্যার্থ করে দিল প্রশাসন

 

নড়াইলের লোহাগড়া উপজেলার শাল নগর ইউপি’র শিয়েরবর গ্রামে বাল্য বিয়ের আয়োজন করায় একজন অভিভাবককে জরিমানা করা হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা সোমবার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শিয়ের বর গ্রামের মনির শেখের মেয়ে ও রঘুনাথপুর আলিয়া মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা খানম (১৪)’র সাথে একই উপজেলার নলদী ইউপি’র হলদাহ গ্রামের ইয়াহিয়া শেখের ছেলে নুর উদ্দিন (৩০) এর মধ্যে সোমবার দুপুরে বিয়ের দিন ধার্য্য করা হয়। বাল্য বিয়ের খবর পেয়ে  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা সোমবার বিয়ে বাড়িতে উপস্থিত হলে সম্ভাব্য বিপদ আচ করতে পেরে জামাই নুর উদ্দিনসহ বরযাত্রীরা সটকে পড়ে।

এ সময় অভিভাবকরা কিশোরী বধূ তাসলিমার পরিবর্তে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ছাত্রী স^র্ণালী খানমকে নকল বধূ সাজিয়ে বিয়ে দেওয়ার আয়োজন ভেস্তে যায়। বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা মেয়ের অভিভাবক ও নানা আবদুল সবুর শিকদারকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং সাবালক না হওয়া পর্যন্ত তাসলিমার অভিভাবক তাকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন।