English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৬

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ সোমবার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হচ্ছেন মধুপুর উপজেলার পূর্বজটাবাড়ি গ্রামের লাবলু মিয়া ও জুলহাস উদ্দিন। মামলার অপর দুই আসামী সিফাত ও নাজিম বেকসুর খালাস পেয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৫ মে সন্ধ্যা সাতটার দিকে একই উপজেলার টেঙ্গরী গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ঘটনার সময় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে দণ্ডিতরা আরো কয়েকজনকে সাথে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ অবস্থায় মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। মামলাটি তদন্তের পর্যায়ে ডিএনএ টেস্টে দণ্ডিতদের একজনের মাধ্যমে মেয়েটি গর্ভবতী হয় বলে প্রমাণ পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নাসিমুল আক্তার এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন একেএম শামীমুল আক্তার।