English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫১

ধর্মীয় অবমাননার দায়ে ব-দ্বীপ স্টল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় অবমাননার দায়ে ব-দ্বীপ স্টল বন্ধ

ধর্মীয় অবমাননার দায়ে অমর একুশে বই মেলার ব-দ্বীপ প্রকাশনের স্টলকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকালে মেলার পঞ্চদশ দিনে সোহরাওয়ার্দী উদ্যানের ব-দ্বীপ প্রকাশনের (১৯১ নম্বর) স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর পেয়ে স্টলে অভিযান চালাই। ইতোমধ্যে শামসুজ্জোহা মানিক সম্পাদিত ‘ইসলামের বিতর্ক’ শিরোনামের সংকলন গ্রন্থটিতে মহানবী সম্পর্কে নানা আপত্তিকর শব্দ পাই।

আর সেকারণেই বাংলা একাডেমির সদস্য সচিবের সঙ্গে কথা বলে স্টলটি বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে শামসুজ্জোহা মানিকের অন্যান্য বই জব্দ করেছি। এসব স্টাডি করে দেখবো যদি সেগুলোতেও কোনো অসঙ্গতি পাই তবে পরবর্তী পদক্ষেপ নিব।’ ব-দ্বীপ প্রকাশনের সত্ত্বাধিকারী শামসুজ্জোহা মানিক বলে জানান তিনি।