English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫৫

রাজধানীর কেরানীগঞ্জে স্কুলছাত্রের উপর এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কেরানীগঞ্জে স্কুলছাত্রের উপর এসিড নিক্ষেপ

 

রাজধানীর কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে শরিফুল ইসলাম সজীব (১৭) নামে এক স্কুলছাত্রকে এসিড ছুড়েছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জের কলিসনমাছি এলাকায় রবিবার রাত ২টার দিকে এ ঘ্টনা ঘটে। শরিফুল কেরানীগঞ্জের কলমাচর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। বর্তমানে তারা কলিসনমাছি এলাকায় থেকে কেরানিগঞ্জের আটিবাউল স্কুলের অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, সকালে শরিফুল ইসলাম নামে একজনকে এসিড দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের ৫ শতাংশ পুড়ে গিয়েছে।

শরিফুলের মা মঞ্জুরা বেগম জানান, রবিবার রাতে তার ছেলে শরিফকে তিনি লেখাপড়া নিয়ে বকাঝকা করেন। এরপর রাতেই সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত দুইটার দিকে এসিড দগ্ধ অবস্থায় বাসায় ফিরে শরিফুল। তার মায়ের ধারনা এক মাস আগে ওই এলাকায় একটা মেলা হয়েছিল। সেখানে স্থানীয় কিছু ছেলের সঙ্গে তার ছেলের মারামারি হয়। এর জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তার মা ধারনা করছেন।