English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩৬

গণতন্ত্রের স্বার্থে নির্বাচন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রের স্বার্থে নির্বাচন করবে বিএনপি

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদে দলীয়ভাবে একতরফা নির্বাচন হবে। তারপরও গণতন্ত্রের স্বার্থে এ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। ইউপি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিব সিরাজুল ইসলামের হাতে তুলে দেন রিজভী। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিবের রুমে গিয়ে সিইসির সাক্ষাৎ চেয়ে না পেয়ে ইসি সচিবের হাতেই চিঠিটি তুলে দেন রিজভী।

সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, আমরা আজকে ইউপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানাতে এসেছি। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজ মনে করেন দলীয়ভাবে ইউপি নির্বাচন হলে সামাজিক সংস্কৃতিতে বিরুপ প্রতিক্রিয়া পড়বে। ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না।

রিজভী বলেন, বিএনপি মনে করে ইউপিসহ যেকোন স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে সামাজিকবন্ধন বিনষ্ট হবে। গ্রামে গ্রামে সংঘাত সৃষ্টি হবে। তারপরও গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে সম্প্রসারিত করতে আমরা ইউপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

 প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে দাবি করে তিনি বলেন, এই সরকার প্রহসনের নির্বাচনের মাধমে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। ভোট জালিয়াতি, ডাকাতি এখন স্থায়ী রুপ নিয়েছে। নির্বাচনে অংশগ্রহণকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি। উল্লেখ্য, এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান পদে নিবন্ধিত দলগুলো প্রার্থী মনোনয়ন দেবে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকছে। চেয়ারম্যান পদের নির্বাচন দলীয়ভাবে হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ভোট হবে নির্দলীয়ভাবে।