English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৭
পটুয়াখালীসহ রাঙ্গামাটিতে

সম্পাদক মাহফুজের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক
সম্পাদক মাহফুজের বিরুদ্ধে মানহানি মামলা

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে পটুয়াখালী জেলায়। রাঙ্গামাটিতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার সকালে মামলাটি করেন স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উজ্জল বোস। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। ৫ এপ্রিল স্বশরীরে আসামিকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ারও নির্দেশনা দিয়েছেন আদালত।

অন্যদিকে, বাংলাদেশ দণ্ডবিধি ৫০০ ধারায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন খালেদের আদালতে মামলাটি দায়ের করেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

দুই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ১/১১ সময় ডিজিএফআইয়ের সরবরাহ তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা সংবাদ প্রকাশ করেন।

প্রকাশিত ওই সংবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় মামলা করা হয়।