English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৯

বিষপানে মা সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বিষপানে মা সন্তানের মৃত্যু

ঈশ্বরদীতে বিষপানে এক নারীসহ তার এক সন্তানের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অপর শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বাড়ির লোকজন টের পেয়ে পাপিয়া সুলতানা (৩০) নামের ওই নারী আর তার দুই সন্তান ইমন (৪) ও জীবনকে (১৩ মাস) ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পাপিয়া ও জীবনের মৃত্যু হয়। ইমনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত পাপিয়া এনজিও কর্মী মিজানুর রহমানের স্ত্রী।

ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে পাপিয়া দুই শিশু সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও বিষপান করেন।