English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩৫

প্রধান শিক্ষক লাঞ্ছিত অপর শিক্ষকের হাতে

নিজস্ব প্রতিবেদক
প্রধান শিক্ষক লাঞ্ছিত অপর শিক্ষকের হাতে

ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তারকে রুমে আটকিয়ে লাঞ্ছিত, হামলা ও শ্লীতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে কুদ্দুস নামের বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন এলাকায়  এ ঘটনা ঘটে।

এর আগে একই কায়দায় সহকারী শিক্ষক কুদ্দুস দু’দফায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। এ বিষয়ে অপর শিক্ষা কর্মকর্তারা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ওই প্রধান শিক্ষক।  অবশ্য ওই শিক্ষককের বিরুদ্ধে পূর্বে দু’বার থানায় জিডি করা হয়েছে।

ভিকটিম প্রধান শিক্ষক শামিমা আক্তার জানান, গত কয়েক মাস থেকে স্কুলে দেরিতে আসার তলবসহ নানা কারণে সহকারী শিক্ষক আবদুল কুদ্দুস ও সহযোগী শিক্ষককেরা এক জোট হয়ে প্রধান শিক্ষককের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে। এর জের ধরে বৃহস্পতিবার প্রধান শিক্ষক স্কুলে গেলে পূর্ব পরিকল্পিতভাবে প্রধান শিক্ষককে একটি রুমে আটকিয়ে শিক্ষক কুদ্দুস টানা হেঁচড়া, শ্লীলতাহানীর চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতন করে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি, সহকারী শিক্ষক কুদ্দুসের রিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট সন্ধ্যা ৭টা লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।