English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:০১

ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

অনলাইন ডেস্ক
ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

 

বগুড়ায় সোনাতলা ফাজিল মাদ্রাসায় এক ছাত্রীকে নামাজ ঘরে ডেকে নিয়ে ‘ধর্ষণের’ অভিযোগে অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার ঐ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিমকে (৬২) আটক করা হয় বলে সোনাতলা থানার ওসি আব্দুল মোত্তালেব জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর ১টার দিকে অধ্যক্ষ ফজলুল করিম ওই ছাত্রীকে মাদ্রাসা ভবনের উপরতলায় নামাজের ঘরে ডেকে নেন।একপর্যায়ে তার সাথে যৌনকর্মে লিপ্ত হলে অন্যরা বিষয়টি টের পেয়ে দুজনকেই ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে। এ সময় তিনি ছাত্রীকে বিয়ে করার অঙ্গীকার করে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে আটক করে থানায় আনা হয় বলে জানান তিনি। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।