English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫৬

পেটে সোনার বার সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
পেটে সোনার বার সহ যুবক আটক

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত রোমান তালুকদার (৩৫) নামের এক যুবকের পেটের ভেতরে সোনার ৯টি বারের সন্ধান পেয়ে তাকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় এ যুবক কুয়ালালামপুর থেকে শাহজালালে নামেন। তার ফ্লাইট নম্বর-বিজি ০১৮৭। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মঈনুল খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক রোমান কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। সন্ধ্যা ৬টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে তার বিষয়ে তথ্য থাকায় কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কিছুতেই স্বীকার না করায় তাকে উত্তরায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ‍এক্স-রে করে সোনার বারের অস্তিত্ব পাওয়া গেলে রোমান স্বীকার করেন যে, তিনি পায়ুপথে ৯টি সোনার বার পেটে ঢুকিয়ে বহন করছেন।