English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১১

জমি লিখে না দেয়ায় বাকপ্রতিবন্ধীকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
জমি লিখে না দেয়ায় বাকপ্রতিবন্ধীকে নির্যাতন

 

জামালপুরে জমি লিখে না দেয়ায় এক দরিদ্র বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দিয়েছে প্রভাবশালীরা। গুরুতর আহত ওই প্রতিবন্ধী এখন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতলা মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের দরিদ্র বাক প্রতিবন্ধী ছেলে মতিবরের শেষ সম্বল পৈতৃক সূত্রে পাওয়া জমি লিখে দিতে বেশ কিছুদিন যাবত চাপ দিয়ে আসছিল এলাকার প্রভাবশালীরা। জমি লিখে না দেয়ায় গত শনিবার প্রভাবশালী তাজ উদ্দিনের ছেলে মকবুল, জিন্না, রব ওই প্রতিবন্ধীর বাড়িতে হামলা চালিয়ে বৃদ্ধা মায়ের সামনে মতিবরকে বেধম পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, বাকপ্রতিবন্ধী মতিবরকে আরো কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম জানিয়েছেন, মতিবরের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছু সময় লাগবে।

এদিকে, এ ঘটনায় মামলা না করতে ক্রমাগত ওই বাক প্রতিবন্ধীর বৃদ্ধা মা মমেনা খাতুনকে হুমকি দিয়ে আসছে প্রভাবশালীরা। এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইনস্পেক্টর খন্দকার হালিম জানান, ঘটনার কথা শুনেছি। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। শুনেছি এ ব্যাপারে এলাকায় সালিশ-বৈঠক করে বিষয়টির মীমাংসার চেষ্টা হচ্ছে।