English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৯

বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

 

চা-দোকানি বাবুলের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই ঘটনায় ওই থানার ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো। 

চাঁদা চেয়ে না পেয়ে গত বুধবার শাহ আলী থানার পুলিশ ও পুলিশের তথ্যদাতা চা–বিক্রেতা বাবুল মাতব্বরকে জ্বলন্ত চুলার ওপর ফেলে দেয় বলে সেখানে উপস্থিত লোকজন অভিযোগ করেছেন। এর পরদিন গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।