English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৫

গাজীপুরে ৪০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ৪০ লাখ টাকা ছিনতাই

অস্ত্রের মুখে জিম্মি করে গাজীপুরের  ওয়ার্জ ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীরা পাঁচজনকে আহত করেন। আহতরা হলেন- কারখানার পরিচালক মনির হোসেন, চিফ একাউনটেন্ট পারভেজ, অফিস সহকারি ইলিয়াস হোসেন, আজাদ এবং মাইক্রোবাস চালক নিজাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, আজ দুপুরে রাজধানীর উত্তরার আইএফআইসি ব্যাংকের শাখা থেকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ৪০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে কারখানার চালকসহ কারখানার চারজন কর্মচারী একটি মাইক্রোবাসে করে গাজীপুরের বড়বাড়ি এলাকায় কারখানার উদ্দেশ্যে রওনা হন। টঙ্গীর মিলগেইট এলাকায় পৌঁছলে প্রায় ৬ জন দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে থাকা ৪০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।