English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:২৮

পুলিশের ছোড়া গরম তেলে দগ্ধ চা-দোকানির মৃত্যু

অনলাইন ডেস্ক
পুলিশের ছোড়া গরম তেলে দগ্ধ চা-দোকানির মৃত্যু

 

অবশেষে বাঁচানো গেল না চা-দোকানি বাবুল মাতুব্বরকে। চাঁদা না পেয়ে পুলিশের ছোড়া তেলের চুলার বিস্ফোরণে দগ্ধ বাবুল মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মারা গেছেন। বেলা সোয়া একটার দিকে বাবুল মারা যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম বাবুল মাতুব্বরের মৃত্যুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে পুলিশের ছোড়া তেলের চুলার বিস্ফোরণে চা-দোকানি বাবুল মাতুব্বর দগ্ধ হন। দগ্ধ বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। বাবুলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। নিহতের ছেলে রাজু কাঁদতে কাঁদতে বলেন, পুলিশ আমার বাপটাকে মারল। আমাদের এখন কী হবে?

তবে তেলের চুলা ছুঁড়ে মারার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, থানার ‘সোর্স’ দেলোয়ার এ ঘটনার সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দেলোয়ারের বিরুদ্ধে থানায় মামলা হবে।

গত জানুয়ারিতে দুই এসআইয়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে মারধর করার অভিযোগ ওঠে। এছাড়া গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমারের বিরুদ্ধে। এই অভিযোগে করা মামলার বিচার বিভাগীয় তদন্তেরও আদেশ দিয়েছেন আদালত।