English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২২

কালিয়াকৈরে পুলিশের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
কালিয়াকৈরে পুলিশের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

‘জুয়ার আসরে’ অভিযান চালাতে গিয়ে গাজীপুরের কালিয়াকৈরে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে।‘ছিনিয়ে নেওয়া টাকা’ ফেরত চেয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছেন ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, তারা পাঁচ বন্ধু মাটি সরবরাহের ব্যবসা করেন। উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় তাদের কার্যালয়। গত সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে হিসাব নিকাশ শেষে করে আমি ও আমার চারবন্ধু তাস খেলছিলাম। এ সময় কালিয়াকৈর থানার এসআই মো. হাসান আলী ও তিনজন কনস্টেবল আমাদের অফিসে ঢুকে তল্লাশি চালন। অবৈধ কিছু না পেয়ে ক্যাশ বাক্স ভেঙ্গে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেন এবং আমদের আটক করে থানায় নিয়ে যান।

সফিকুলের দাবি, পরদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হলেও ফেরত দেয়নি তাদের ওই টাকা। ওই টাকা ফেরত চাইলে বিভিন্ন মামলায় ‘তাকে আসামি করার’ হুমকিও দিচ্ছেন এসআই হাসান।

এ নিয়ে এসআই মো. হাসান আলী বলেন, ডুবাইল এলাকায় ডিউটি করার সময় একটি ঘরের ভিতর অনেক লোকের শব্দ পাওয়া যায়। পরে আমি সেখানে গিয়ে দেখি পাঁচজন জুয়া খেলছে।পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। টাকা ছিনিয়ে নেওয়া অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

অভিযোগটি তদন্ত করে দেখা হবে বলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন জানিয়েছেন।