English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ২০:১৬

তারেকের শাশুড়ির রিট আদেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
তারেকের শাশুড়ির রিট আদেশ মঙ্গলবার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নন-সাবমিশন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে করা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর রিট আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ দিন ধার্য করেন।

আদালতে তারেকের শাশুড়ির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

এর আগে ২৬ জানুয়ারি দুদকের মামলা বাতিল চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেন তারেক রহমানের শাশুড়ি। রাজধানীর রমনা থানায় ২০১৪ সা‌লের ৩০ জানুয়া‌রি এ মামলা (মামলা নং-৫২) দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।