English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১০:৩০

ঢাকায় ফিল্মী স্টাইলে সোনার দোকানে ডাকাতি; মৃত ১

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ফিল্মী স্টাইলে সোনার দোকানে ডাকাতি; মৃত ১

 

রাজধানীর ভাটারা থানার কড়াতলী বাজারে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে।এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে কড়াতলী বাজারের নিউ আইকে জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পাঁচতলা ভবনের নিচতলায় জুয়েলার্স এবং দুইতলায় পরিবার নিয়ে ভবনের মালিক জহুরা খাতুন থাকতেন।পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল রাত ৯টার দিকে জুয়েলার্সে হানা দেয়। তার এসেই কয়েকটি বিস্ফোরণ ঘটায়। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ৬৫ বছর বয়সী জহুরা ওই সময় বাসায় শুয়ে ছিলেন বলে জানান তিনি। বিস্ফোরণের শব্দে আতঙ্কে জহুরা মারা যান বলে জানান ওসি শহীদুল।

ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৪০ থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।ডাকাতদের ছোড়া হাতবোমার স্প্লিন্টারে আহত হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক গাড়িচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।অপরাধীর খোঁজে তদন্ত শুরু হয়েছে।