English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৮:৩১

স্কুলে ঢুকে ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে ছাত্রের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
স্কুলে ঢুকে ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে ছাত্রের কারাদণ্ড

রংপুর নগরীতে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে স্নাতক শেষ বর্ষের এক ছাত্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ২টার দিকে ভাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত জয়দেব রংপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী এলাকার লক্ষ্মীকান্তের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জয়দেব সকালে হয়রানির শিকার ছাত্রীর স্কুলে ঢুকে তাকে জোরপূর্বক স্কুলের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে এক পর্যায়ে সে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা ছুটে এসে জয়দেবকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জয়দেবকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে আটকের পর জয়দেব নামে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।