English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৯:১৫

ছাত্রী অপহরণের সময় ধরা পড়লো ৩ জন

নিজস্ব প্রতিবেদক
ছাত্রী অপহরণের সময় ধরা পড়লো ৩ জন

চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্ত্বর থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে তিনজন। পরে গনপিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়,  চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়। কিন্তু মাইক্রোবাস পালাবার সময় জনতার হাতে ধরা পড়ে। এসময়ে এলাকাবাসীরা তিন যুবক আটক করে। এবং গনপিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেয়।  তারা হলো- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আশিক আহম্মেদ কলিন্স (২৫), আরিফ আহম্মেদ বিপ্লব (২৩) ও কেশবপুর গ্রামের ফাইম (২২)। অপহরণের ব্যবহৃত মাইক্রোবাসটি জনতা ভাঙচুর করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী ওই ছাত্রী দুই বান্ধবীসহ কলেজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় অপহরণকারীরা ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। তার চিৎকারে স্থানীয়রা মাইক্রোবাসটি ধাওয়া করে ছাত্রীকে উদ্ধার করে। পরে মাইক্রোবাসটি ভাঙচুর এবং অপহরণকারীদের বেধড়ক মারপিট করা হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে সদর থানায় নিয়ে আসে। মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।