English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৯:১৯

গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ২৬জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ২৬জন কারাগারে

গাইবান্ধা গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল মান্নানসহ দলটির ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা বুধবার দুপুরে এ আদেশ দেন।

আবদুল মান্নানের আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান জানান, গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় (জিআর-৩৪/১৫) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুল মান্নানসহ বিএনপির ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা জজ কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যক্ষ মো. আবদুল মান্নানসহ বিএনপির ২৬ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তাদের জামিনের বিরোধিতা করা হলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।