English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১১:৪২

সাভারে বিষ খাইয়ে আটটি গাভী হত্যা

নিজস্ব প্রতিবেদক
সাভারে বিষ খাইয়ে আটটি গাভী হত্যা

পূর্বশত্রুতার জেরে সাভারে বিষ খাইয়ে এক খামারির আটটি গাভীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটি গাভীর পেটেই বাচ্চা ছিল। চলতি সপ্তাহে এদের বাচ্চা দেওয়ার কথা ছিল।সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গাকান্দ্রা এলাকার খামারি নুরুল হকের বাড়িতে গতকাল মঙ্গলবার বিকেলের পর এ ঘটনা ঘটে।

খামারি নুরুল হক জানান, মঙ্গলবার দিনের কোনো সময়ে দুর্বৃত্তরা গরুর খাবারের জন্য গোয়ালে রাখা পাত্রে (সিমেন্ট দিয়ে তৈরি, যা স্থানীয়ভাবে ‘চারি’ নামে পরিচিত) ইঁদুর মারার বিষ মিশিয়ে দেয়। বিকেলে মাঠ থেকে ঘাস খেয়ে গোয়ালে ফেরা গাভীগুলো পানি পান করার পরপরই একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। তবে কারা কেন ঠিক কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করতে চাননি এ খামারি। তাঁর কথায়, পাশের গ্রামের কয়েকজনের সঙ্গে কয়েক দিন আগে সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়েছিল। হয়তো এ কারণে এ ঘটনা ঘটতে পারে। যারা এভাবে পশু হত্যা করতে পারে, তারা আমার পরিবারের সদস্যদের যেকোনো কৌশলে হত্যা করতে পারে। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

কাঁদতে কাঁদতে নুরুল হক বলেন, আমি সর্বস্বান্ত হয়ে গেলাম। আমার আয়ের উৎসই ছিল গবাদি পশুপালন। কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হলো আমার।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। তাঁরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি বর্বর। পশু মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ মেনে নিতে পারছে না এমন বর্বরতা। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।