English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৭:৩১

শাবি’র শিক্ষক আরিফুলের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
শাবি’র শিক্ষক আরিফুলের বিরুদ্ধে হত্যা মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. আরিফুল ইসলামের গাড়িচাপায় দুইজন নিহত হবার ঘটনায় সিলেট জালালাবাদ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘ নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী শাবির শিক্ষকের বিরুদ্ধে দুর্ঘটনাজনিত হত্যা মামলা করেছেন। মামলায় শুধুমাত্র প্রফেসর ড. আরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।’ ওসি জানান, রবিবার রাত পৌনে ১২টায় এই মামলা করা হয়েছে।

এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অাজ সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডবল গ্রাউন্ড সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে মিলিত হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সংগঠন দিক থিয়েটারের নেতারা বলেন, ‘দুর্ঘটনার মূল হোতা প্রফেসর ড. আরিফুল ইসলামের বিচার হওয়া উচিত। এবং  শিক্ষক আরিফুল ইসলামের যথোপযুক্ত বিচারের দাবি জানাই। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব বলে হুশিয়ারি দেন তারা।

গত শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ‘এক কিলো’-তে প্রফেসর ড. আরিফুল ইসলামের প্রাইভেটকার চাপায় দুইজন নিহত হয়। নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান (৩৫) ও সিলেট জগন্নাথপুরের কারবিয়া গ্রামের বাসিন্দা গিয়াউদ্দিন (৬০)। গাড়িচাপায় আহত হন আরও তিনজন। আহতদের মধ্যে নিহত আতাউর রহমানের মেয়ে সেলিনার অবস্থা গুরুতর বলে জানা গেছে।