English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৭:০৩

শিক্ষিকা হত্যা মামলায় বিএনপি’র ১৭ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
শিক্ষিকা হত্যা মামলায় বিএনপি’র ১৭ নেতাকর্মী কারাগারে

স্কুল শিক্ষিকা হত্যা মামলায় জেলার যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলোসহ বিএনপির ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুর নোয়াখালী জেলা জজ কোর্টের ১ নম্বর আমলী আদালতে (বিচারিক ম্যাজিস্ট্রেট) আত্মসমর্পণ করতে এলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, স্কুল শিক্ষিকা হত্যা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী দুপুরে জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করে। বিজ্ঞ আদালত শুনানির পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২০ দলীয় জোটের ডাকা হরতালে ওই দিন সকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় হরতাল সমর্থনকারী পিকেটারদের ইটের আঘাতে স্কুল শিক্ষিকা শামছুন্নাহারের মৃত্যু হয়। তিনি ঢাকার আগারগাঁও এলাকার তাওহিদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষিকা।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ও হত্যাসহ ২টি মামলা দায়ের করেন।