English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ২৩:৩৪

গাজীপুরে টায়ার কারখানায় বিস্ফোরণে পথচারী শিক্ষিকাসহ ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
গাজীপুরে টায়ার কারখানায় বিস্ফোরণে পথচারী শিক্ষিকাসহ ৬ জনের মৃত্যু

গাজীপুরের পূবাইলে একটি টায়ার কারখানার বয়লার বিস্ফোরণে আগুনে ৬ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০জন। বিকাল সাড়ে ৪টার দিকে বয়লার বিস্ফোরণ ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিস জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই টায়ার কারখানায় বয়লার বিস্ফরণের সময় কারখানার সামনের পথ দিয়ে যাচ্ছিলেন গাজীপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা ডলি। আশংকাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে আনা হয়েছে। বাকী ৭ জনকে গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কারখানায় পুরনো টায়ার থেকে তার বের করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।