English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১২:২৮

বিষাক্ত মদপানে মৃত তিন

অনলাইন ডেস্ক
বিষাক্ত মদপানে মৃত তিন

নওগাঁয় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও চারজন। এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বদলগাছীর এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের আব্দুল মজিদ (৩৭), একই গ্রামের হোসেন আলী (৩২), এবং এনায়েতপুর গ্রামের সোলোমান আলী।

স্থানীয় সূত্রে, শুক্রবার রাতে বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে প্রায় ১০ জন যুবক মিলে পিকনিক করেন। খাওয়া-দাওয়া শেষে তারা মদ পান করে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী ও হোসেন আলীর মৃত্যু হয়। এবং আব্দুল মজিদের মৃত্যু হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে অসুস্থদের মধ্যে সুমন, উজ্জল হোসেন ও মোসলিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।