English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৬ ১৮:৫০

উচ্ছেদে ব্যর্থ হয়ে পোড়া বস্তিতে আগুন ?

নিজস্ব প্রতিবেদক
উচ্ছেদে ব্যর্থ হয়ে পোড়া বস্তিতে আগুন ?

রাজধানীর কল্যানপুরে সরকারি জমিতে গড়ে উঠা বস্তি উচ্ছেদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বস্তিবাসীরা। কল্যানপুরে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের জমির ওপর এই বস্তিটি বৃহস্পতিবার উচ্ছেদের চেষ্টা করা হয়। এসময় বস্তিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। শুক্রবার সকালে এইই বস্তিতে আগুন লাগে। এতে ১৫-২০টি ঘর পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বস্তিবাসীদের অভিযোগ এই অগ্নিকান্ডের ঘটনা স্বাভাবিক নয়। বৃহস্পতিবার উচ্ছেদে ব্যর্থ হয়ে শুক্রবার সকালে বস্তিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

৫০ একর জায়গাতে এই বস্তি গড়ে উঠে প্রায় ২৫ বছর আগে। এটি অনেকের কাছে ‘কল্যানপুর পোড়া বস্তি’ নামে পরিচিত। এই বস্তিতে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এদের প্রায় ৭০ শতাংশ এসেছেন উপকূলীয় জেলা ভোলা থেকে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদ গেলে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষ হয়।

একটি রমানবাধিকার সংস্থার  রীটের আবেদনের প্রেক্ষাপটে বস্তি উচ্ছেদের উপর হাইকোর্ট তিন মাসের নিষেধাজ্ঞা দেয়। কিন্তু সেই আদেশের কপি কর্মকর্তাদের হাতে পৌছাঁনোর আগেই প্রায় ৩০ শতাংশের মতো ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। কিন্তু হাইকোর্টের আদেশের পর উচ্ছেদ অভিযান স্থগিত করে ফিরে যায় কর্তৃপক্ষ। শত শত বস্তিবাসি বৃহস্পতিবার রাতে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন। বস্তিবাসি কবির হোসেন বলেন, এখন সরকার আমাগো গুলি করি মারি ফালাক। আমাগো খাড়ানোর কোন জায়গা নাই।

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, বস্তিতে কারা আগুন দিয়েছে, সে সম্পর্কে তারা কিছু জানেন না। তিনি বলেন, তারা আইন-আদালত মেনেই বস্তি উচ্ছেদ করতে চান। বস্তি উচ্ছেদের পর এই জমি প্রতিষ্ঠানের গবেষণার কাজে ব্যবহার করা হবে বলে তিনি জানান।